এই মুহূর্তে জেলা

স্কুল ছুটির পর রহস্যজনকভাবে নিখোঁজ উত্তরপাড়া হোমের দুই কিশোরী ছাত্রী।


হুগলি, ১৪ এপ্রিল:- রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল উত্তরপাড়া হোমের দুই কিশোরী ছাত্রী। বুধবার সকালে ওই দুই ছাত্রী হোমের আরো ১২ জন ছাত্রীর সাথে স্থানীয় অমরেন্দ্র গার্লস হাই স্কুলে পড়তে যায়। হোমের পক্ষ থেকে ছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়া হয়। সকাল ১১ টায় ক্লাস শুরু হওয়ার পর হঠাৎ স্কুল কর্তৃপক্ষের নজরে পড়ে ওই দুই ছাত্রী ক্লাসে অনুপস্থিত। সঙ্গে সঙ্গে বিষয়টি তারা হোম কর্তৃপক্ষকে জানান। হোমের পক্ষ থেকে উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে,

রেল স্টেশন ও ফেরিঘাটগুলিতে ওই দুই কিশোরীর খোঁজ শুরু করে। রাত দশটা পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলে নি। পুলিশ সূত্রে জানা যায় ওই দুই কিশোরী ২০১৯ সালে ওই সরকারি হোমে আসে। তারপর থেকেই তারা স্থানীয় ওই স্কুলটিতে পড়াশোনা শুরু করে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ওই দুই কিশোরী কোনভাবে স্কুল থেকে পালিয়ে ট্রেনে করে অন্যত্র চলে যেতে পারে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে তারা ওই দুই কিশোরীকে উত্তরপাড়া স্টেশনে স্কুলের পোশাক পরা অবস্থায় দেখেছে। বিষয়টি শ্রীরামপুর মহকুমা শাসককে জানানো হয়েছে।