কলকাতা, ১৪ এপ্রিল:- গ্রামাঞ্চলের উন্নয়ন এবং পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার স্বীকৃতি স্বরূপ রাজ্যের মোট ১৪ টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের তরফে একথা জানানো হয়েছে। ২০২১-২২ আর্থিক বছরের জন্য শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত পুরস্কার পাচ্ছে পূর্ব বর্ধমানের মেমারি ব্লকের বিজুর-২ গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পুরস্কারের জন্য উত্তর দিনাজপুর জেলার
গোয়ালপোখর ১ নম্বর ব্লকের গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েতকে বেছে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার পাচ্ছে বীরভূমের ইলামবাজার ব্লকের ইলামবাজার গ্রাম পঞ্চায়েত। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলা পরিষদ সহ রাজ্যের ১১ টি পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত কে ২০২২ সালের পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে বিজয়ী পঞ্চায়েত গুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।