এই মুহূর্তে জেলা

তোলা চেয়ে ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি।

হাওড়া, ৭ এপ্রিল:- পোস্ট অফিসে ঢুকে মহিলা পোস্টমাস্টারের সঙ্গে ঝামেলা, দুর্ব্যবহার থেকে শুরু করে ২ লক্ষ টাকা তোলা চেয়ে ব্যবসায়ীকে হুমকি, বালি মিউনিসিপালিটির কর্মীদের বিভিন্ন সময়ে উত্যক্ত করা সহ একাধিক অভিযোগে হাওড়ার বালি থানার পুলিশ সৌরভ মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে দেড়টা নাগাদ পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগেও তোলা চেয়ে হুমকির অভিযোগে বালি থানায় ২টি কেস হয়েছিল। ধৃত সৌরভ মন্ডলকে শুক্রবার হাওড়া আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। ধৃত সৌরভ মন্ডলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের ১৮৬/৩৫৩/৩৫৪/৫০৬/ ৫০৯/৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সরকারি কর্মীকে কাজে বাধাদান, অসম্মান ও অপমান এবং ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।