এই মুহূর্তে জেলা

পুলিশের পাশে হুগলি ইউনাইটেড ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান।

হুগলি,৫ মে:- আজ সকালে আমরা হুগলি ইউনাইটেড ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় 16 টি থানায় যেমন শ্রীরামপুর থানা, শ্রীরামপুর ট্রাফিক গার্ড, রিষড়া থানা, কোন্নগর থানা ,উত্তরপাড়া থানা ,উত্তরপাড়া ট্রাফিক ,বালি ট্রাফিক গার্ড, বেলানগর ট্রাফিক, ডানকুনি ট্রাফিক এফসিআই, ডানকুনি থানা ,চন্ডীতলা থানা, বড়া ফাঁড়ি, পিয়ারাপুর ফাঁড়ি ইত্যাদি আরো নানাবিধ জায়গার পুলিশ আধিকারিক সহ পুলিশ ভাই এবং সিভিক ভলেন্টিয়ার দের হ্যান্ড গ্লাভস মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হল ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.