এই মুহূর্তে কলকাতা

ভোটের দিন এগিয়ে এলেও, বাহিনী পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে।

কলকাতা, ১ জুলাই:- আদালতের নির্দেশ এবং রাজ্য নির্বাচন কমিশনের মত কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত ভোটে মিলবে কিনা তা এখনো স্পষ্ট নয়। ভোটের দিন যত এগিয়ে আসছে বাহিনী পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছে। ফলে পঞ্চায়েত ভোটে এপর্যন্ত যে প্রায় ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া গেছে তাদের বুথ পাহারার কাজে ব্যবহার না করার কথাই ভাবছে কমিশন। বরং তাদের এলাকায় এলাকায় টহলদারি, নাকা চেকিং এর কাজে ব্যবহার করার কথাই ভাবছেন কমিশনের কর্তারা। এদিন কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছ, কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল দেবে।

নাকা চেকিং করবে। মানুষের আস্থা অর্জনের কাজ করবে। এছাড়া আন্তর্জাতিক সীমান্ত এবং দুই রাজ্যের সীমানা পাহারা দেওয়ার কাজেও কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রের থেকে মোট ৮২২ কোম্পানি বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই সংখ্যাটা ছিল ৮২০ বাহিনী। কিন্তু অত সংখ্যক বাহিনী পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।তাই কেন্দ্রীয় বাহিনী ব্যতিরেকেই বুথের নিরাপত্তার কথা ভাবা হচ্ছে বলে কমিশন সূত্রে ইঙ্গিত।