এই মুহূর্তে কলকাতা

জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাজারদরের ঊর্ধ্বগতি রুখতে ত্রিমুখী ব্যবস্থা নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা,৭ এপ্রিল:- পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন কারণে বাজারদরের ঊর্ধ্বগতি রুখতে রাজ্য সরকার ত্রিমুখী ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে ফল, শাক সবজি ও মাছ মাংসের মূল্যবৃদ্ধি কমানোর পথ খুঁজতে বিভিন্ন দপ্তর ও বাজার কমিটি গুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানে তিনি বাজারদর কমাতে তিনটি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। প্রথমত সুফল বাংলা স্টল এর সংখ্যা বাড়িয়ে মানুষকে তুলনামূলকভাবে কম দামে শাকসবজি, ফল, মাছ ও মুরগির মাংস সরবরাহ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। মজুতদারী ও কালোবাজারি আটকাতে পুলিশ, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং বাজারদর নিয়ন্ত্রণে সরকার গঠিত টাস্কফোর্সের সদস্যদের নিয়মিত বাজার গুলি পরিদর্শন করারও তিনি নির্দেশ দেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকেও দাম কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পণ্য পরিবহন কমাতে পণ্যবাহী ট্রাক ও গাড়িতে আপাতত টোল ট্যাক্স না নেওয়ার জন্য কেন্দ্রকে চিঠি লিখে অনুরোধ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

তিনি জানান রাজ্যে বর্তমানে ৩৩২ টি সুফল বাংলা স্টল ও ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র রয়েছে। এর সংখ্যা আপাতত বাড়িয়ে ৫০০ করা হবে। আলু পিয়াজ শাকসবজির পাশাপাশি সুফল বাংলা স্টল থেকে ভর্তুকিযুক্ত দামে খেজুর আঙ্গুর কলা সহ বিভিন্ন ফল মাছ এবং মুরগির মাংস বিক্রি করা হবে বলে তিনি জানান। এজন্য ভ্রাম্যমাণ গাড়ির সংখ্যা বাড়ানো হবে। একমাস পরে পুনরায় বৈঠক ডেকে বাজারদর পর্যালোচনা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে সম্পূর্ণরূপে দায়ী করে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের ভ্রান্ত নীতির জন্য মানুষ ভুগতে হচ্ছে। সব পণ্যে সেস চাপাচ্ছে কেন্দ্র।তাই এবার মূল্যবৃদ্ধির বিষয়টা তাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত। তিনি আরো বলেন রাজ্য সরকারের আর্থিক সামর্থ সীমিত। তাই সব জিনিস কম দামে দেওয়া সম্ভব নয়। কিন্তু যে সব আনাজ এবং ফল মানুষের নিত্যদিন প্রয়োজন হয় তার দাম কমানোর চেষ্টা করা হচ্ছে।