হাওড়া, ২৫ মার্চ:- মায়ের স্ন্যাকসের দোকান থেকে খাবার খেয়ে সাইকেল নিয়ে ফেরার পথে রাস্তার মধ্যেই রক্ত বমি করতে করতে মারা গেলেন ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার হাওড়া ডুমুরজলার রিং রোডে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক এদিন মায়ের স্ন্যাক্সের দোকানে খাবার খেতে এসেছিলেন। খাবার খেয়ে ফেরার পথে রাস্তাতেই ঘটনাটি ঘটে। আচমকা তাঁর কাশি শুরু হয়। কাশির সঙ্গেই তিনি বমি করতে থাকেন এবং মুখ দিয়ে তাঁর রক্ত বের হতে শুরু করে। রাস্তাতেই তিনি সংজ্ঞাহীন অবস্থায় লুটিয়ে পড়েন। এরপর লোকজন মারফত খবর পেয়ে চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
ওই যুবকের মা এবং তাঁর মাসতুতো ভাইকে সঙ্গে নিয়ে পুলিশ হাওড়া জেলা হাসপাতালে ছুটে যায়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম শুকদেব পাত্র। বয়স ৪০ বছর। ডুমুরজলার রিং রোড এলাকায় তাঁর মায়ের একটি ছোটখাটো খাবারের দোকান রয়েছে। শুকদেব সেখানেই এসেছিল টিফিন খেতে। পুলিশের অনুমান, ওই যুবক আগে থেকেই অসুস্থ ছিলেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুকদেবের বাড়ি স্থানীয় মালিকপাড়া লেনে বলে পুলিশ জানিয়েছে।