এই মুহূর্তে জেলা

বেহাল আরামবাগ বাসস্ট্যান্ড পরিদর্শন , পৌর প্রশাসকের , সংকট মেটানোর আশ্বাস।


হুগলি, ১০ মার্চ:- হুগলি জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড হলো আরামবাগ বাসস্ট্যান্ড। আর এই বাসস্ট্যান্ডের দীর্ঘ কয়েক বছরের সমস্যা হলো পানীয় জল ও অপরিচ্ছন্নতা।চারিদিকে নোংরা আবর্জনা পড়ে রয়েছে। বাস যাত্রীরা পানীয় জল খেতে পারছে না। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য বাসস্ট্যান্ড পরিদর্শন করলেন আরামবাগ পৌরসভার প্রশাসক ডাঃ অতনু কুন্ডু। স্থানীয় মানুষের অভিযোগ ছিলো বাস স্ট্যাণ্ডে ঢুকতে বা বাসে চাপতে হলে বাস যাত্রীদের বাসে নোংরা ড্রেনের আবর্জনাযুক্ত জল পেরিয়ে উঠতে হচ্ছে। পাশাপাশি কয়েক বছর ধরেই অকেজো হয়ে পড়ে আছে বাস স্ট্যান্ড এর ভেতরের পানীয় জলের ট্যাপ থেকে শুরু করে একটি জলের পিউরিফাই মেশিনও। এর জেড়েই আরামবাগ বাসস্ট্যান্ডে পানীয় জলের ব্যাপক সংকট চলছে। পথচলতি মানুষ থেকে ব্যবসায়ীদের অভিযোগ, বেশ কয়েকমাস ধরেই এখানকার বাস স্ট্যান্ড চত্বর নোংরা জলে পরিপূর্ণ হয়ে আছে।

প্রশাসনের কোনো গুরুত্বই নেই। পথচলতি মানুষ থেকে শুরু করে বাস যাত্রীরা নোংরা জল পেরিয়ে বাস ধরতে আসছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আরামবাগ পৌরসভার পৌর প্রশাসক ডাক্তার অতনু কুন্ডু সহ পৌরসভার একটি প্রতিনিধি দল বাস স্ট্যান্ড চত্বর পরিদর্শন করেন। দেখে গেলেন পানীয় জলের যে ট্যাপ গুলি আছে তার বর্তমান পরিস্থিতি কি। বাস যাত্রী থেকে শুরু করে পথচলতি মানুষেরা যাতে পানীয় জল পান করতে পারে এবং ট্যাপগুলি দ্রুত চালু করা যায় সেই বিষয়ে আশ্বাস দেন পৌর প্রশাসক। এই বিষয়ে আরামবাগ পৌর প্রশাসক ডাক্তার অতনু কুন্ডু বলেন, এখানে বেশ কিছু কল খারাপ হয়ে গেছে আমরা দেখতে এসেছিলাম খুব তাড়াতাড়ি এর সুবন্দোবস্ত করে দেওয়া হবে। সকল মানুষকেই বলবো ড্রেনের মধ্যে প্লাস্টিক আবর্জনা সহ অন্য কিছু ড্রেনের মধ্যে ফেলবেন না। এই কারনেই ড্রেন ভরে যাচ্ছে। খুবই দ্রুত আমরা এই নোংরা জল পরিষ্কার করে দেবো।