এই মুহূর্তে কলকাতা

স্কুল বন্ধ থাকলেও চালু থাকবে মিড-ডে-মিল পরিষেবা।

কলকাতা, ১৬ জুন:- বর্ধিত গরমের ছুটি চলাকালীন স্কুল বন্ধ থাকলেও মিড ডে মিল পরিষেবা চালু থাকবে। আগামী ২০ জুন থেকে ২৫ জুন (বর্ধিত গরমের ছুটি) পর্যন্ত প্রত্যেক দিনই ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয় পাবে মিড ডে মিল।এক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। পরিবর্তে তাদের অভিভাবক বা বাবা-মা এরা এসে নিয়ে যেতে পারবে মিড ডে মিল।

মঙ্গলবার এই মর্মে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসকের কাছে একটি নির্দেশিকাও দেওয়া হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, এই নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি স্কুলের নির্দিষ্ট জায়গায় মিড-ডে মিলের জন্য বরাদ্দ খাবার দিতে হবে পড়ুয়াদের মা-বাবাকে। প্রতিটি পড়ুয়াকে দু’কেজি চাল, দু’কেজি আলু, ২৫০ গ্রাম ডাল জাতীয় শস্য, ২৫০ গ্রাম চিনি এবং একটি করে সাবান দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।