কলকাতা, ১০ মার্চ:- দুই বিজেপি বিধায়কের সাসপেনশনকে কেন্দ্র করে বুধবারের পর বৃহস্পতিবারও উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা। দুই বিজেপি বিধায়কের সাসপেনশন তোলার দাবিতে বিধানসভার বাইরে এদিন সকাল থেকেই বিক্ষোভ চলছিল। পরে তাতে যোগ দেন বিরোধী দলনেতা-সহ অন্যান্য দলীয় বিধায়করাও। দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন, এই সাসপেনশন নীতিগতভাবে ভুল। বিজেপি বিধায়করা বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের ভাষণের সময় কোন অভদ্র আচরণ করেননি। দলের বিধায়করা রাজ্যপালের কাছে পৌঁছাতেই পারেননি।
অন্যদিকে, ইতিমধ্যেই চারটি রাজ্যে জয়ের পথে বিজেপি। সেই আনন্দে বিধানসভার সামনে রাস্তায় নেমে লাড্ডু বিলি করে বিজেপি। পথচারী ছাড়াও, বাস-গাড়ি থামিয়েও লাড্ডু বিলি করা হয়। এরপর দক্ষিণ গেট দিয়ে ফের বিধানসভায় আসার সময়ই ঘটে গোলমাল। গেটের কাছেই ছিলেন তৃণমূলের একাধিক মহিলা বিধায়ক। সেখানে বিজেপি বিধায়করা লাগাতার ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে থাকেন। পালটা ‘জয় বাংলা’ ধ্বনি দিতে শুরু করে তৃণমূলও। সব মিলিয়ে তুমুল উত্তেজনা দেখা দেয় বিধানসভার গেটের সামনে।