হাওড়া, ১০ মার্চ:- হাওড়ায় বন্ধ ঘরের দরজা ভেঙে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। বৃহস্পতিবার সকালে দরজা ভেঙে ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়। হাওড়ার ৬০/১, গোপাল ব্যানার্জি লেনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিবপুর থানা সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রমেন্দু শেখর শেঠ (৭৫)। বাড়িতে তিনি একাই থাকতেন। দীর্ঘদিন ধরেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
প্রতিবেশিরাই তাঁকে খাবার দিতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁর এক প্রতিবেশী রমেন্দুবাবুকে খাবার দিতে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। খবর পেয়ে আশেপাশের লোকজন এসে কোনও সাড়া না পেয়ে এলাকার প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্রকে খবর দেন। এরপর পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। দেহ পড়েছিল বিছানার উপর। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা ওই বৃদ্ধ ব্যক্তি অসুস্থতার কারণেই মারা গিয়েছেন। দেহ ময়নাতদন্তের জন্য হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।