সুদীপ দাস, ২৮ ফেব্রুয়ারি:- পৌর ভোটে তৃণমূলের বিরুদ্ধে দিকে দিকে অসন্তোষের অভিযোগ তুলে সোমবার ডাকা ১২ঘন্টার বাংলা বনধকে সপোল করতে দোকানের ঝাঁপ নামিয়ে দিলো বিজেপি। এদিন সকাল দশটা নাগাদ চুঁচুড়ায় হুগলী সাংগঠনিক বিজেপির জেলা কার্যালয় থেকে বিজেপির এক মিছিল বের হয়।
মিছিল ৩নম্বর গেট থেকে পিপুলপাতির দিকে রওনা দেয়। বনধের সমর্থনে বের হওয়া এই মিছিল থেকেই রাস্তার দুধারের দোকানের ঝাঁপ নামিয়ে দেয় বিজেপি নেতা-কর্মীরা। এরপর পিপুলপাতি মোড়ে গিয়ে ৫মাথার মোড় অবরোধ করে বিজেপি। অবরোধ চলছে।