এই মুহূর্তে জেলা

রাজ্যে পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে আজ সকাল ৬ টা থেকে ১২ ঘন্টার বন্ধ শুরু হয়েছে বিজেপির ডাকে।


হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- রাজ্যে পুরভোটে সন্ত্রাসের প্রতিবাদে আজ সকাল ৬ টা থেকে ১২ ঘন্টার বন্ধ শুরু হয়েছে বিজেপির ডাকে। হাওড়াতে বনধের তেমন কোন প্রভাব না থাকলেও আজ সকালে বিজেপি সমর্থকরা হাওড়ার শানপুর মোড়ে পথ অবরোধ করার চেষ্টা করে। আগে থেকেই সেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী, র‍্যাফ এবং মহিলা পুলিশ। বিজেপি সমর্থকরা রাস্তা আটকে যানবাহন বন্ধ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এই নিয়ে বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েন। তখন পুলিশ তাদের আটক করে। ব্যাঁটরা থানার পুলিশ তাদের থানায় নিয়ে যায়। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এবং এদের মধ্যে বিজেপির মহিলা সমর্থকরাও রয়েছেন। এই মুহূর্তে এলাকায় উত্তেজনা রয়েছে। পাশাপাশি বনধের সমর্থনে হাওড়া ব্রিজে ওঠার মুখে বিজেপি কর্মীদের রাস্তা অবরোধ এবং বিক্ষোভ। ঘটনাস্থলে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ। এখানেও বেশ কয়েকজন বনধ সমর্থককে আটক করে পুলিশ।