এই মুহূর্তে জেলা

বনধ ব্যর্থ করতে রাস্তায় নামা মানুষকে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন তৃণমূলের।


হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- বাংলা বনধ সফল করতে একদিকে যেমন বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন, পাশাপাশি এর বিপরীত চিত্র দেখা গেল হাওড়ায়। এদিন বাংলা বনধকে উপেক্ষা করে বনধ ব্যর্থ করতে যারা পথে নেমেছেন তাদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজ সকালে এমন ছবি দেখা গেল হাওড়ায়।

হাওড়া ব্রিজে বাসচালক ও অন্যান্য গাড়ি চালকদের হাতে গোলাপ ফুল দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শুভেচ্ছা জানান। এই বনধকে ব্যর্থ করে তারা যেভাবে পথে নেমেছেন তারজন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের অভিনন্দন জানান।