হাওড়া, ৪ এপ্রিল:- হাওড়ার বেলুড়ে ছাঁট লোহার গোডাউনে আচমকা বিস্ফোরণে জখম হলেন চার শ্রমিক। এদের মধ্যে মহিলা সহ দু’জন গুরুতর জখম বলে জানা গেছে। আশঙ্কাজনক। এদের ভর্তি করা হয় প্রথমে হাওড়া জেলা হাসপাতালে। এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেলুড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে, বেলুড়ের অগ্রসেন স্ট্রিটের একটি ছাঁট লোহার গোডাউনে পুরানো লোহার সামগ্রী কাটছিলেন কয়েকজন শ্রমিক। তখনই হঠাৎ কোনও কিছু থেকে বিস্ফোরণ হয়। তবে, কি থেকে এই দুর্ঘটনা তা সঠিকভাবে এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পুরানো কোনও গ্যাস সিলিন্ডার কাটার সময় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। অন্য কোনও কারণ থাকলে তাও খতিয়ে দেখছে পুলিশ।