এই মুহূর্তে কলকাতা

সাইবার জালিয়াতির হাত থেকে মানুষকে রক্ষা করতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন।

কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- ক্রমবর্ধমান সাইবার জালিয়াতির হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে তাদের সচেতন করে তুলতে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে। মিলন মেলায় ওই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় বিপজ্জনক সাইবার লিঙ্ক চেনানোর পাশাপাশি সেই হানা থেক কি ভাবে বাঁচা যাবে তারও হাতে কলমে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন বিকাল ৫ টা থেকে এক ঘন্টার প্রশিক্ষণ চলছে বিনা মূল্যে।

মিলন মেলার দ্বিতীয় দিন থেকেই জমে উঠছে মেলা। সমাজের সর্বস্তরের মানুষ ভীড় জমাচ্ছেন মেলায়। চলছে দেদার কেনাকাটা। নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্ম বর্ষ মনে রেখে এই দিন মেলার মূল মণ্ডপে একটি টক শোর আয়োজন করা হয়। বিষয় ছিল “নেতাজী সুভাষ চন্দ্র বসুর ভারত ভাবনা ও আমরা।” এছাড়াও আছে ক্যারিয়ার কাউন্সিলিং, মানসিক সমস্যা মেটাতে কাউন্সিলিং এর ব্যবস্থা। পাঁচ দিনের এই মেলা শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। শেষ দিনে থাকছে জব ফেয়ার।