এই মুহূর্তে জেলা

সন্ত্রাস, বুথজ্যাম , ছাপ্পা একাধিক অভিযোগ নিয়েই শেষ হলো চার পুর নিগমের ভোটগ্রহণ।

সোজাসাপটা ডেক্স, ১২ ফেব্রুয়ারি:- বিক্ষিপ্ত হিংসার ঘটনা, সন্ত্রাস,বুথ জ্যাম, অবাধ ছাপ্পা দেওয়ার একাধিক অভিযোগ নিয়েই শেষ হল শনিবার রাজ্যের ৪ পুরসভার নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। বিকেল পাঁচটা পর্যন্ত শিলিগুড়ি, চন্দননগর, বিধাননগর ও আসানসোল পুরসভা মিলিয়ে ভোট পড়েছে গড়ে ৭২ শতাংশের মত। বিরোধীদের ভোট সন্ত্রাসের একাধিক অভিযোগ সত্বেও রাজ্য নির্বাচন কমিশনের দাবি, দিনভর ভোটপর্ব যথেষ্ট শান্তিপূর্ণ ছিল।

যে দু’একটি বিক্ষিপ্ত অশান্তি ঘটেছে সেখানেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। একাধিক ভুয়ো অভিযোগও জমা পড়ে কমিশনের কাছে।আসানসোলের জামুড়িয়ার একটি জায়গা থেকে গুলি চালনার অভিযোগ খতিয়ে দেখছে কমিশন। আসানসোলে ভোটকে কেন্দ্র করে গোলমালে এক জন পুলিশ কর্মী আহত হয়েছেন। ওই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে।আসানসোলের দু’টি ভোটকেন্দ্রে ইভিএম খারাপ হয়ে যায়।পড়ে তা বদল করে দেওয়া হয় কমিশনের তরফে।