হাওড়া, ১২ ফেব্রুয়ারি:- পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল মধ্যবয়স্ক এক ব্যক্তির। তিনি হাওড়ার নিশ্চিন্দা এলাকার বাসিন্দা। একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন তিনি। শনিবার সকালে পুকুরে স্নান করতে নেমে তিনি জলে তলিয়ে যান। এরপর পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হলেও তার দেহ প্রথমে উদ্ধার করা যায়নি। পরে দীর্ঘক্ষণ পর ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের লোকজন এসে তার দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা গেছে, হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার দীঘিরপাড় পুকুরে প্রতিদিনের মতো শনিবার সকালেও বছর পঁয়তাল্লিশের শুভব্রত ওরফে বুড়ো দাশগুপ্ত স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যান।
স্থানীয় ডুবুরি নামিয়ে তল্লাশি চালালেও তাঁর কোনও সন্ধান মেলেনি। এরপর বিপর্যয় মোকাবিলা বিভাগে খবর দেওয়া হয়। পরে তারাই দেহ উদ্ধার করেন। জানা গেছে, শুভব্রতবাবু স্থানীয় একটি সরকারি স্কুলের প্রাথমিক বিভাগের কর্মী ছিলেন। এদিকে, সকাল থেকে দীর্ঘক্ষণ দেহ উদ্ধার না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে এদিন ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশের গাড়ি ঘিরেও বিক্ষোভ হয়। অবশেষে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের লোকেরা এসে জাল ফেলে মৃতদেহ উদ্ধারের পর পরিস্থিতি শান্ত হয়।