এই মুহূর্তে কলকাতা

করোণা সংক্রমণ কমায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলার উদ্যোগ রাজ্যের।

কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- করোনা সংক্রমণ কমায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। এই কেন্দ্রগুলি খোলার প্রস্তুতি নিতে বুধবার নারী ও শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তরের সচিব সঙ্ঘমিত্রা ঘোষ জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। জানা গিয়েছে দ্রুত এই কেন্দ্রগুলি খোলার জন্য জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অতিমারীর কারণে প্রায় ২ বছর এই কেন্দ্রগুলি বন্ধ রয়েছে।

শুধু স্যানিটাইজ করা নয়, পরিকাঠামো গত সমস্যা থাকলেও তা দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এই কেন্দ্রগুলি খুলে দেওয়া যাবে বলে আশা করছে দপ্তর। এখানে শিশুদের পাশাপাশি প্রসূতি মায়েরাও যাতে সুষম আহার পান তার ব্যবস্থা করা হচ্ছে। প্রসঙ্গত, করোনাকালে বাড়ি বাড়ি গিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা এই কাজ করছিলেন।