আরামবাগ, ৯ ফেব্রুয়ারি:- রাতের অন্ধকারে দুষ্কৃতি হামলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোনার দোকান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতি হামলা হয়। ঘটনাটি ঘটেছে আরামবাগের ডোঙ্গল হাট তলা থেকে ডোঙ্গলমোড়ে আসার পথে ট্যাংড়া খালির খালে। স্থানীয় সুত্রে জানা গেছে, আগে নাকি এই জায়গায় ছিনতাই ও ডাকাতির ঘটনা প্রায়ই হত। বহু বছর পর আবার এই ঘটনা ঘটলো।আহত সোনার দোকানের মালিকের নাম বিমল মাঝি।
বাড়ি আরামবাগের বিবেকানন্দ পল্লীতে। স্থানীয় মানুষ বিমলবাবু ও রিক্সা চালকে আহত অবস্থায় উদ্ধার করে আরামবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে আসে।এই বিষয়ে একজন প্রতিবেশি জানায়, খবর পেয়েই হাসপাতালে আসি।ডোঙ্গল হাটতলার আলুপটিতে বিমলবাবুর সোনার দোকান আছে।কত টাকা খোয়া গেছে বোঝা যাচ্ছে না। উনি তো কোনও কথা বলতে পারছেন না।তবে চিকিৎসা চলছে।সবমিলিয়ে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।