এই মুহূর্তে জেলা

বাড়ি থেকে পালিয়ে এসে হাওড়া স্টেশন থেকে উদ্ধার দুই কিশোরী।

 

হাওড়া,২১ ফেব্রুয়ারি:-  বাড়ি থেকে পালিয়ে আসা দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে উদ্ধার করল রেল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রুটিন টহলের সময় হাওড়া স্টেশনের ১০/১১ নং গেটের সামনে থেকে এদের উদ্ধার করা হয়। পরে এদের তুলে দেওয়া হয় পরিবারের হাতে। রেল পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ হাওড়া স্টেশন এলাকায় রুটিন টহলে বেড়িয়েছিলেন রেল পুলিশের কর্মীরা। সেই সময় হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ১০/১১ নং গেটের কাছে ওই দুই কিশোরী উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল। তা দেখে সন্দেহ হয় রেল পুলিশের। দুই কিশোরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় গত রবিবার সন্ধ্যে নাগাদ ব্যক্তিগত কারণে দু’জনেই বাড়ি থেকে পালায়। পরেরদিন নবদ্বীপে এসে পৌঁছোয়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                   সেখানে ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত সেখানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। পরে তারা এসে পৌঁছোয় হাওড়া স্টেশনে। জিজ্ঞাসাবাদের সময় দুই কিশোরী জানিয়েছে, দুজনেই উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার বাসিন্দা। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু। এরপর কিশোরীদের কাছ থেকে ফোন নম্বর নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে রেল পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন কিশোরীদের পরিবার। তাদের পরিচয় দেখে কিশোরীদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
তবে কি কারণে ওই দুই কিশোরী বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল তা জানা যায়নি। পড়াশোনার অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরেই এমন কাজ কিনা বা অন্য কোনও কারণ তা জানার চেষ্টা চলছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.