এই মুহূর্তে জেলা

শিবের পুজো নিয়েও তৃনমূল বিজেপি তরজা।

হুগলি, ৮ মার্চ:- আজ শিবরাত্রী উপলক্ষে মন্দিরে মন্দিরে পুজো চলছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তালডাঙার একটি শিব মন্দিরে পুজো দেন।তাকে কটাক্ষ করে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, এখন নির্বাচন আসছে তাই হিন্দু ভোট দরকার। এতদিন তুষ্টিকরণের রাজনীতি করেছেন। ভগবান ওনার মঙ্গল করুন। লকেট চট্টোপাধ্যায় দেবানন্দপুরে শিবপুজো দেন। সেখানে তিনি বলেন, গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন নারীরা এরাজ্যে সুরক্ষিত। তাহলে শাহজাহানরা সন্দেশখালিতে নারীদের সঙ্গে কি করেছে। আসলে মুখ্যমন্ত্রী যা বলেন তার বিপরীত করেন। উনি কলকাতায় মিছিল করছেন সন্দেশখালিতে না গিয়ে। আমরা যেতে গেলে গ্রেফতার করাচ্ছে পুলিশ দিয়ে।এটাই অনার রূপ।

বিধায়ক অসিত লকেটের বক্তব্যের প্রেক্ষিতে পকেট থেকে গীতা বের করে দেখিয়ে বলেন, আমি পকেটে গীতা নিয়ে ঘুরি আমি ওর চেয়ে বড় হিন্দু। কিন্তু আমরা মানুষ বুঝি।আমাদের দেশের সংবিধান বলেনি হিন্দু রাষ্ট্র। ওরা তো সরকারে আছে তাহলে সংবিধান বদলে দিক না। একটা মন্দির সম্পূর্ণ হওয়ার আগেই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উনি কোন ব্রাহ্মণ। যেখানে শংকরাচার্যরা গেলেন না। হিন্দুত্ব দেখানোটাও নাটক।