কলকাতা, ২ ফেব্রুয়ারি:- দলকে বিব্রত করে কোনরকম গোষ্ঠি কোন্দলকে কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে তৃনমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছে। আজ কলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় দলের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হয়ে দলনেত্রী মমতা ব্যানার্জি সবাইকে সতর্ক করে বলেন কেউ কারো সঙ্গে কোন দ্বন্দে জড়াবেন না। দলই শেষ কথা এটা সবসময় মাথায় রাখবেন। বিজেপিকে কেন্দ্র থেকে সরাতে গেলে নিজেদের ঘর আরও মজবুত করা দরকার বলে তিনি জানিয়েছেন। জোর করে কাউকে দলে না নিয়ে একটা সামঞ্জস্য রাখা হবে বলে তিনি জানান। তৃনমূল কংগ্রেস একলা চলেই ভারত জয় করবে বলেও তিনি দাবি করেছেন। পদ্ম সম্মান রাজনৈতিক দূষনে পরিনত হয়েছে বলে তিনি এইদিন অভিযোগ করেছেন।
তৃনমূল কংগ্রেস এখন সর্বভারতীয় রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পেয়েছে বলে জানিয়ে দলনেত্রী রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে বলেন, আপনারা বাংলা সামলান আর আমাকে দেশ থেকে বিজেপিকে সরানোর দায়িত্ব দিন। কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে দলনেত্রী এইদিন বলেন, বাজেটে হিরের দাম কমানো হলেও সাধারন মানুষের জন্য ডাল ভাতের কথা ভাবা হয়নি। পেগাসাস দুর্বিষহ নাভিশ্বাস হয়ে উঠেছে বলে তার অভিযোগ। দল স্বামী বিবেকানন্দর আদর্শকে সামনে রেখে আন্দোলনে বিশ্বাসী বলে তিনি উল্লেখ করেছেন। দিল্লিতে দলের প্রথম কার্যকরী কমিটির বৈঠক থেকে গোটা দেশে বার্তা দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। আজকের সাংগঠনিক নির্বাচন প্রক্রীয়ার স্বাক্ষী থাকার জন্য বিরোধী দলগুলিকে আমন্ত্রন জানান হলেও বিজেপিকে সেই তালিকায় রাখা হয়নি। দলনেত্রী আজও রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকার কড়া সমালোচনা করেন।