এই মুহূর্তে জেলা

পরিস্থিতি প্রায় স্বাভাবিক, চলছে পুলিশের টহলদারী।


হাওড়া, ৩১ মার্চ:- রামনবমীর মিছিল ঘিরে গতকাল অশান্তির ঘটনার পর আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। গতকাল রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল শিবপুরে। পরে রাতের দিক থেকে আজ সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু পরিস্থিতি ফের অশান্ত হয়ে ওঠে বেলার পর থেকে। এদিন ফের প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে গতকালের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। শিবপুরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়।

বিভিন্ন বহুতল লক্ষ্য করে ইট, পাথর, কাচের বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ। রাস্তার কিয়স্ক উল্টে ফেলা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। সিদ্ধিনাথ গুপ্তা, নিশাত পারভেজ থেকে শুরু করে পুলিশের সিনিয়র অফিসাররা ছুটে আসেন ঘটনাস্থলে। হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা সেখানে ছুটে যান এবং তারা মানুষকে বোঝানোর চেষ্টা করেন যেভাবে নতুন করে আর কোথাও অবরোধ বা কোথাও স্লোগান দেবেন না। তারপরে পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে সেই এলাকা থেকে সরিয়ে দেয় এবং এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় উত্তেজনা রয়েছে গোটা শিবপুর এলাকা জুড়ে। ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা সহ অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত ৩৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে।