হাওড়া, ২ ফেব্রুয়ারি:- বাঁকড়ার পাঁচ বছর বয়সী নিখোঁজ শিশুর (মহম্মদ শাহিল) দেহ মিলেছিল হাওড়ার টিকিয়াপাড়ার এক অসম্পূর্ণ পরিত্যক্ত বহুতলের বেসমেন্টের জমে থাকা জল থেকে। এই ঘটনায় তদন্তে নেমে ২৪ ঘন্টার মধ্যেই সাফল্য পেল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে শাহিলের সৎ বাবা পেশায় নির্মাণ শ্রমিক উমেশ দ্বিবেদীকে। বুধবার উমেশকে ঘটনাস্থলে এনে ঘটনার পুনর্নির্মাণ করায় হাওড়া থানার পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, উমেশের দাবি যখন তিনি শাহিলের মা আসিনা বেগমকে (পূজা) বিয়ে করেন তখন তিনি জানতেন না আসিনার আগে বিয়ে হয়েছিল এবং তার এক সন্তান রয়েছে। এই নিয়ে বিয়ের পর শাহিলকে নিয়ে পরিবারে অশান্তি চলছিল। এই কারণেই উমেশ তার সৎ ছেলে শাহিলকে পরিকল্পনামাফিক খুন করে। বাড়ি থেকে টোটো করে শাহিলকে আনা হয় টিকিয়াপাড়ায়। এবং ধাক্কা মেরে বেসমেন্টের জমে থাকা জলে ফেলে দেয়।