সুদীপ দাস, ১ ফেব্রুয়ারি:- আগামী ২২তারিখের মধ্যে রাজ্যে বেআইনি টোটোর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার সময়সীমা রাজ্যকে বেঁধে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার চুঁচুড়ায় জেলা পরিবহন আধিকারিকের সাথে হুগলী জেলার বাস মালিকদের বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেকথাই জানানো হয় বাস মালিকদের। তাই হুগলী জেলা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের আগামিকাল থেকে বাস পথে না নামোনোর সিদ্ধান্তে আপাতত ইতি টানা হলো।
অ্যাসোসিয়েশনের হুগলী জেলার কার্যকারী সভাপতি দেবব্রত ভৌমিক জানান জেলা প্রশাসনের কথামত হাই কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে আমরা আপাতত বাস বন্ধের সিদ্ধান্ত ২২তারিখ পর্যন্ত স্থগিত রাখছি। তবে এই সময়সীমার মধ্যে টোটো বন্ধ নিয়ে পুলিশ-প্রশাসনের কোন হেলদোল না থাকলে আমরা ২৩তারিখের পর থেকে পুরনো সিদ্ধান্ত বহাল রেখে বাস না চালানোর পথেই হাঁটবো।