এই মুহূর্তে জেলা

বাড়ি ফিরল ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া সিঙ্গুরের রাজলক্ষী।

হুগলি, ৬ মার্চ:- উচ্চ মাধ‍্যমিক পাশ করার পর দু বছর আগে ইউক্রেনের কিভ বিশ্ব বিদ‍্যালয়ে ডাক্তারি পড়তে যায়। মাঝখানে করোনার কারনে বাড়ি ফেরার পর গত ২৯ শে জানুয়ারী পুনরায় সেখান যায় দ্বিতীয় বর্ষের ক্লাস শুরুর জন‍্যে। কিন্তু কিভ বিশ্ব বিদ‍্যালয়ের কিছুটা দূরে সামরিক ঘাটি ধ্বংস করার পর রাজলক্ষী তার আরো পাঁচজন বন্ধুদের সাথে হোস্টেল ছেড়ে বাঙ্কারে আশ্রয় নেয়। দুদিন পর ভারত সরকারের ম‍্যাসেজ পেয়ে বাঙ্কার ছেড়ে তার বেরিয়ে পড়ে গন্ত‍্যবের উদ্দ‍্যেশে। প্রথমে কিভ থেকে ট্রেনে ১২ ঘন্টা তারপর ৫ ঘন্টা বাসে যাবার পর হাটা শুরু করে হাঙ্গেরীর উদ্দ‍্যেশে। প্রচন্ড ঠান্ডার মধ‍্যে আড়াই দিন হেঁটে ইমিগ্ৰেশন পার করার পর হাঙ্গেরীর বুধাপেস্ট শহরে এসে পৌছান। বাড়ি ফিরেও চিন্তা আগামীদিনে কি হবে?