হুগলি, ১ ফেব্রুয়ারি:- প্রকল্প এলাকায় অবৈধ ভাবে মাটি কেটে মাছচাষের ভেড়ী তৈরীর অভিযোগে কাজ বন্ধ করে দিল সিঙ্গুর ভূমি রাজস্ব দফতর। গত পাঁচ দিন ধরে চলছিল ভূমি দফতরের অনুমতি ছাড়াই রাজস্ব কর ফাঁকি দিয়ে বেআইনি ভাবে মাটি কেটে মাছের ভেড়ী তৈরীর কাজ। আজ দুপুরে ভূমি দফতরের রেভিনিউ অফিসার সাধনা ব্যানার্জী প্রকল্প এলাকায় সরেজমিনে তদন্তে যান। সেখানে গিয়ে প্রকল্প এলাকায় গোপালনগর মৌজার বনমালী মাইতির কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কিন্ত সেই কৃষক কাগজ দেখাতে না পাড়ায় কাজ বন্ধ করে দেন রেভিনিউ অফিসার।
প্রকল্প এলাকায় মাছচাষের ভেড়ী তৈরী নিয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠনের তরফে শিল্পের দাবিতে সিঙ্গুরের বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়েছে। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, সরকারী উদ্যোগে ‘জল ভরো জল ধরো’ প্রকল্পে বিনামূল্যে সেচ দফতর সিঙ্গুরে প্রকল্প এলাকায় উৎসাহী কৃষকদের জন্য মাছচাষের ভেড়ী তৈরী করা হলেও কেন ভূমি রাজস্ব দফতরকে অন্ধকারে রেখে বেআইনি কাজ করছে।
সিঙ্গুর পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য দুধকুমার ধাড়া বলেন, প্রয়োজনীয় সমস্ত সরকারি অনুমতি নিয়েই সরকারী নজরদারি তে সিঙ্গুরের কৃষকদের স্বার্থে প্রকল্প এলাকায় মাছচাষের জন্য জলাশয় তৈরীর কাজ চলছে। বিজেপির হুগলি জেলা সাংগঠনিক সহ সভাপতি সঞ্জয় পান্ডের দাবি, শাসকদলের নির্দেশে সম্পূর্ণ অন্ধকারে রেখে চাষের জমির চরিত্র পরিবর্তন না করে রাজস্ব কর ফাঁকি দিয়ে কাজ করছে। তা এদিনের ঘটনায় প্রমাণিত হয়েছে। বিষয়টি নিয়ে নজরদারি করছে দল।