হাওড়া, ১ ফেব্রুয়ারি:- সোমবার বাঁকড়া থেকে নিখোঁজ বছর চারেকের এক শিশুর দেহ মিলল হাওড়া থানা এলাকার টিকিয়াপাড়া কাঠপোলের কাছে একটি নির্মীয়মান বাড়ির ভিতর থেকে। মৃত শিশুর নাম মহম্মদ শাহিল (৪)। এদিন সকালে ওই নির্মীয়মান বহুতলের বেসমেন্টের জমা জলে শিশুর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কীভাবে শিশুটি এখানে চলে এসেছিল তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। সোমবার বিকেল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। তার ছবি দিয়ে সন্ধান চাই বলে পোস্টার তৈরি করা হয়। বিভিন্ন জায়গায় সেগুলো ছড়িয়ে দেবার আগেই মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ আসে মর্মান্তিক সংবাদ।
তার বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধার হয়। এখানে একটি নির্মীয়মাণ বহুতলের আন্ডারগ্রাউন্ড রিজারভারের জলে সাহিলের দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এলাকার মানুষের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার হয়।ঘটনার খবর পেয়ে ছুটে আসে বাড়ির লোকজন। বাড়ি থেকে এতদূরে কিভাবে সাহিল এসেছিলো তা কেউই বুঝে উঠতে পারছেন না। তাদের অনুমান, অপহরণ করে খুন করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আরও জানা গেছে, সাহিলের বাবা পেশায় রাজমিস্ত্রি। মা কর্মসূত্রে দিল্লিতে থাকেন। সেকারণে বাঁকড়া এলাকায় দিদার বাড়িতে মাঝেমধ্যে থাকত সাহিল। সোমবার দিদার বাড়িতে সে এসেছিল।