কলকাতা, ২৯ জানুয়ারি:- বর্তমান কভিড পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যে এখনই পাউরুটির দাম বাড়ছে না বলে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের তরফে আরিফুল ইসলাম বলেন বর্তমান পরিস্থিতিতে ক্রেতাদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে গত এপ্রিল মাসে এবং দক্ষিণবঙ্গে ২০১৮ সালের নভেম্বরে শেষবার পাউরুটির দাম বেড়েছিল বলে তিনি জানান। উল্লেখ্য এর আগে জয়েন্ট একশান কমিটি অফ দি ওয়েস্ট বেঙ্গল বেকারস অ্যাসোসিয়েশনের তরফে আগামীকাল থেকে রাজ্যজুড়ে পাউরুটির দাম বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছিল।