সুদীপ দাস, ২৯ জানুয়ারি:- তৃণমূল ভোটের দিন একদিন প্রচার করে পরের দিন খেলে, সেটা যাতে না করতে পারে এবার আমরা দেখবো। শনিবার ভদ্রেশ্বরের ৬নম্বর ওয়ার্ডে সাংগঠনিক বৈঠকে এসে এ কথাই বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন ভদ্রেশ্বর গেট বাজারের কাছে একটি লজে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
রাজ্যের পুরসভাগুলিতে ভোটের দিনক্ষন ঠিক না হলেও সামনেই পুর নির্বাচন হতে পারে ধরে নিয়ে পুর এলাকাগুলিতে সাংগঠনিক বৈঠক করা শুরু করেছে বিজেপি। এদিন ভদ্রেশ্বরের ৬নম্বর ওয়ার্ডে আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে ভদ্রেশ্বর পুরসভার ২২টি ওয়ার্ড জেতাতে কর্মীদের উজ্জীবিত করেন। এরপর পায়ে হেঁটে ভদ্রেশ্বরের বন্ধ শ্যামনুগুর নর্থ জুট মিলের সামনে গিয়ে মিল খোলার দাবীতে পথসভা করেন।