এই মুহূর্তে জেলা

বাসের গায়ে চাপ্পর মারা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন চালক। এরপরই মিনিবাস চালককে বেধড়ক মার দুই যুবকের।


হাওড়া, ২১ ফেব্রুয়ারি:- অকারণে বাসের গায়ে চাপ্পর মারা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন চালক। এরপরই এক মিনিবাস চালককে বেধড়ক মারধর করে সাইকেল আরোহী দুই যুবকের। সোমবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে। অভিযোগ, হাওড়া ময়দান থেকে ডায়মণ্ড পার্কের একটি মিনিবাস হাওড়া ময়দান স্ট‍্যাণ্ড থেকে ছাড়ার পরই দুই সাইকেল আরোহী যুবক বাসটিকে হাত দিয়ে চাপ্পর মারতে মারতে যেতে থাকে।

There is no slider selected or the slider was deleted.

তখন ওই বাসের চালক সাইকেল আরোহীদের তা করতে মানা করলে তারা দুজন বাসের মধ‍্যে উঠে গিয়ে বাস চালককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাদের মারের চোটে বাস চালকের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তখন ওই বাসের এক কণ্ডাক্টর মিহির খামার ছুটে গিয়ে কর্তব‍্যরত ট্রাফিক পুলিশকে খবর দেন। পুলিশ এসে আহত বাসচালক দীলিপ সিংকে হাওড়া জেলা হাসপাতিলে নিয়ে আসে। হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় একজনকে আটক করে হাওড়া থানায় নিয়ে যাওয়া হয়। হাওড়া থানা ঘটনার তদন্ত করছে।

There is no slider selected or the slider was deleted.