হাওড়া, ৪ অক্টোবর:- মঙ্গলবার রাতে দিল্লিতে কৃষি ভবনের বাইরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সাংসদদের দিল্লি পুলিশ আটক করার ঘটনায় হাওড়াতেও বিক্ষোভ অব্যাহত। বুধবার সকালে বাঁকড়ার তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের জোড়া মন্দিরতলা রেলগেটে তৃণমূল কংগ্রেস কর্মীরা রেল অবরোধ করতে হলে আরপিএফ তাদের বাধা দেয়।
আরপিএফের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। পরে সেখান থেকে আরপিএফ তৃণমূল কর্মীদের সরিয়ে দেয়। এদিন রেল লাইনের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুতুল জালানো হয়।