এই মুহূর্তে জেলা

আরপিএফের বিরুদ্ধে রেলে হকারি করতে বাধাদানের অভিযোগ তুলে বিক্ষোভ হকারদের।

হাওড়া, ১৩ জানুয়ারি:- আরপিএফের বিরুদ্ধে রেলে হকারি করতে বাধাদানের অভিযোগ তুলে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কয়েক’শ হকার। দীর্ঘদিন ধরে লকডাউনের ছুতো দেখিয়ে রেলের হকারদের হকারি করতে বাধা দেওয়া হচ্ছে বলে এদিন অভিযোগ তোলেন হকাররা। প্রতিবাদে আরপিএফের বিরুদ্ধে বিক্ষোভ দেখান রেলের হকাররা। বৃহস্পতিবার হাওড়া স্টেশনে ডিআরএম অফিসের সামনে কয়েক’শ হকার এই নিয়ে বিক্ষোভ দেখান। পরে তাঁরা ডিআরএম অফিসে ডেপুটেশন দেন।

হকারদের অভিযোগ, লকডাউনকে ছুতো করে আরপিএফ তাদের ধরপাকড় চালাচ্ছে। জরিমানা করছে। তাদের মাল বাজেয়াপ্ত করা হচ্ছে। বিভিন্ন মিথ্যা কেস দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে এদিন হাওড়া, বর্ধমান, কাটোয়া, সিঙ্গুর সহ বিভিন্ন জায়গার রানিং ট্রেনের এবং স্টেশনের হকাররা বিক্ষোভ দেখান। তারা হাওড়া স্টেশনের বাইরে প্রথমে জমায়েত হন। এরপর তারা ডিআরএম অফিসের বাইরে বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে রেলের হকারদের বিভিন্ন দাবিদাওয়ার স্থায়ী সমাধান করতে হবে। এদিন বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিরা হাওড়ায় হাজির ছিলেন।