হাওড়া, ১৩ জানুয়ারি:- মাল্টি জিম, স্পা খোলার দাবিতে এবার মৌন মিছিল হলো হাওড়ায়। বৃহস্পতিবার বেলা ১১টায় ওই মৌন মিছিল শুরু হয়। ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোড, ইছাপুর জলের ট্যাঙ্ক মোড়, নতুন রাস্তা, বেলেপোল হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ওই মিছিল। মাল্টি জিম, স্পা প্রভৃতি খোলার দাবিতে এই মৌন মিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ হয়। করোনা থেকে রক্ষা পেতে করোনা বিধি মানার পাশাপাশি দরকার শারীরিক সুস্থতাও।
কিন্তু করোনাকালে বিধিনিষেধ জারি করে শরীরচর্চার মাল্টিজিম, স্পা প্রভৃতি এখনও বন্ধ রয়েছে। এই ব্যবসার সাথে যুক্ত বহু মানুষের রুজি রোজগার বন্ধ। অভিযোগ, ফলে চরম সমস্যায় রয়েছেন প্রায় ২ লক্ষেরও বেশি পরিবার। তাই কোভিড বিধি মেনে জিম, স্পা খোলার আবেদন সম্বলিত পোস্টার নিয়ে এদিন মিছিলে পা মেলান হাওড়া শহরের জিম, স্পা এর কর্মী ও মালিকরা।