এই মুহূর্তে জেলা

জমায়েত আটকাতে চুঁচুড়ার সাপ্তাহিক হাট বন্ধ করে দিলেন বিধায়ক।

হুগলি, ৬ জানুয়ারি:- প্রতিদিন করোনা সংক্রম বেড়েই চলেছে। সরকারি বিধি নিষেধ সত্ত্বেও কোনো কোনো জায়গায় জমায়েত হচ্ছে। বিশেষত হাটে বাজারে। জমায়েত আটকাতে চুঁচুড়া পেয়ারাবাগানে সাপ্তাহিক হাট বন্ধ করে দিলেন বিধায়ক। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান তিনি ফোনে অভিযোগ পান পেয়ারা বাগান মাঠে হাট বসছে। ব্যবসায়ীর পসরা নিয়ে হাজিরও হয়। বিধায়ক গিয়ে তাদের দোকান বসাতে বারন করেন। জানিয়ে দেন এখন আর হাট বসবে না। পেয়ারা বাগান মাঠে প্রত্যেক বৃহস্পতিবার হাট বসে। তাতে কেনা বেচা করতে অনেক মানুষ জরো হন। করোনার এই দ্রুতহারে সংক্রমনের সময় অনেক মানুষের জমায়েত যাতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানান বিধায়ক।