হাওড়া, ৮ জানুয়ারি:- মদ্যপ অবস্থায় এলাকায় দাদাগিরি, অশ্রাব্য ভাষায় অশালীন আচরণের প্রতিবাদ করায় এবার এক নৃত্যশিল্পীর উপরে হামলার অভিযোগ উঠেছে হাওড়ায়। অভিযোগ, ওই নৃত্যশিল্পীকে মারধরের পাশাপাশি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। অভিযোগের তীর এলাকারই একদল যুবকের বিরুদ্ধে। হামলায় বাদ যাননি মহিলারাও। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত প্রতিবাদীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনাটি ঘটেছে শনিবার হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার সালকিয়া ওড়িয়াপাড়ায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। ওই নৃত্যশিল্পীর অভিযোগ, প্রায় দিন মদ্যপ অবস্থায় এলাকায় তান্ডব করে বেশ কিছু যুবক।
তিনি আগেও এর প্রতিবাদ করেছেন। সেই নিয়ে বচসাও হয়। একইভাবে শুক্রবার রাতেও তিনি প্রতিবাদ করেন। তারপরই শনিবার সকালে তাঁর উপর দল বেধে চড়াও হয় ওই যুবকরা। কাঁচের বোতল, রড, টিউবলাইট নিয়ে তাঁর উপর হামলা চালানো হয়েছে। এমনকি বাড়িতে বোম মেরে উড়িয়ে দেওয়া এবং গুলি করে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। তিনি বলেন সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে হামলাকারীরা। এলাকার মানুষ জানান, তাঁরাও এ ব্যাপারে ভুক্তভোগী। ভয়ে তাঁরা প্রতিবাদ করেন না। কারণ এলাকার এইসব যুবকদের সঙ্গে বাইরের লোকজন থাকে। বারণ করলেও শোনে না।