উলুবেড়িয়া, ৮ জানুয়ারি:- আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রল পাম্পে লুটপাট চালালো একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উলুবেড়িয়ার ১৬নং জাতীয় সড়কের ধারে রঘুদেবপুরে। পাম্পের কর্মীদের অভিযোগ, চারজনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র দেখিয়ে কাউন্টারে ঢুকে ১লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
