এই মুহূর্তে জেলা

অন্যত্র ব্যাংকের শাখা সরানোর প্রতিবাদে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।

হুগলি, ১০ সেপ্টেম্বর:- ব্যাঙ্কের শাখা সরিয়ে নেওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ গ্রামবাসীদের। ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে চলে বিক্ষোভ। ঘটনার জেড়ে ব্যাঙ্ক কর্মীরা ভিতরে রয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে ব্যাঙ্ক কতৃপক্ষ। স্থানীয় সুত্রে জানা গেছে, ব্যাঙ্কের শাখা সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে ওই ব্যাঙ্কের শাখার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় গ্রামবাসী ও স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা। ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের আটঘড়া এলাকার। এদিন আটঘড়া বাসস্টপ এলাকায় ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখার সামনে অবস্থান বিক্ষোভে নামেন স্থানীয় কয়েকশো মানুষ। এলাকাবাসীর দাবী কোনো মতেই ইন্ডিয়ান ব্যাঙ্কের আটঘড়া শাখাকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া চলবে না। এই বিষয়ে স্থানীয় মানুষ কৌশিক পালধী জানান,দুই আগে আমরা জানতে পরি ব্যাঙ্কটি আটঘরা থেকে স্থানান্তর করা হবে।

আমাদের একটাই দাবী ব্যাঙ্ক স্থানান্তর করা যাবে না।এই ব্যাঙ্কে তিন জন ম্যানেজার পরিবর্তন হয়েছে।এরা কোনও কাজ করে না।যতক্ষন না ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুর্ন প্রতিশ্রুতি দিচ্ছে যে, ব্যাঙ্ক সরানো হবে না ততক্ষন এই অবস্থান বিক্ষোভ চলবে। জানা গেছে আর্থিকভাবে এলাকার মানুষ এই শাখার উপরেই নির্ভর করে। তাই ব্যাঙ্কের শাখা স্থানান্তরিত হলে চরম দুর্ভোগে পড়তে হবে এলাকাবাসীকে। তাই এদিন ব্যাঙ্কের গেটের সামনে বিক্ষোভে সামিল হন তারা। এই ঘটনার জেরে কার্যত বন্ধ হয়ে পড়ে ব্যাঙ্কের কাজকর্ম। তবে গ্রামবাসীর দাবী পুরণ না হলে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে আটঘড়া গ্রামবাসী ও ব্যবসায়ী সমিতি। সবমিলিয়ে এই ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।