এই মুহূর্তে কলকাতা

পুরসভা এলাকায় কোভিড রোগীদের চিকিৎসায় পুরসভাকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত।

কলকাতা, ৮ জানুয়ারি:- রাজ্য সরকার পুরসভা এলাকায় কোভিড রোগীদের চিকিৎসায় সংশ্লিষ্ট পুরসভাকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোন কোভিড রোগী যেন চিকিৎসা না পেয়ে পুরসভা থেকে ফিরে না যান সেই বিষয়টি নিশ্চিত করতে যে সব পুরসভার নিজস্ব হাসপাতাল রয়েছে সেখানে প্রয়োজনীয় ওষুধ সহ অন্যান্য সামগ্রী যেন সবসময় পর্যাপ্ত পরিমাণে যেন মজুত থাকে রাজ্যের তরফে পুরসভাগুলিকে সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি সব পুর এলাকায় আবশ্যিকভাবে করনা বিধি যেন মানা হয় সেই দিকটিও দেখতে বলা হয়েছে। কোভিড সংক্রমিত দরিদ্র এবং অসহায় মানুষদের চিহ্নিত করে ফল সহ শুকনো খাবারের প্যাকেট তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে। রাজ্যে ইতিমধ্যে ১৯৪টি হাসপাতালকে কোভিড চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে। যে হারে করোনার সংক্রমণ বাড়ছে,

ভবিষ্যতে যদি আরও চিকিৎসা কেন্দ্রের প্রয়োজন পড়ে, তার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই পরিকল্পনারই অঙ্গ হিসেবে, পুর হাসপাতালগুলিকে তৈরি রাখা হচ্ছে।কলকাতা পুরসভা যেভাবে করোনা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে, সেইভাবে প্রত্যেক পুরসভাকে সক্রিয় হবার জন্য বলা হয়েছে। মাস্ক বাধ্যতামূলক করতে লাগাতার প্রচার চালাতে বলা হয়েছে পুরসভাগুলিকে। এদিকে সংক্রমণ বাড়লেও, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা খুবই কম। অধিকাংশ মানুষই হোম আইসোলেশন এ থাকছেন। এরকম একটা অবস্থায়, পুরসভা এলাকায় সেফ হোম করার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের মৃদু উপসর্গ রয়েছে, সেখানে থাকতে পারে তারা। এরই পাশাপাশি গরিব-দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতেও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের সব পুরসভাকে। চাল, ডাল, বিস্কুট, মুড়ির প্যাকেট তৈরি করে দুঃস্থদের মধ্যে বিলি করতে বলা হয়েছে ।