হুগলি, ১০ অক্টোবর:- কাগজের পিচবোর্ডের উপর নিজের হাতে দুর্গার ছবি এঁকে নিজেই করে পুজো। শ্রীরামপুর চাঁতরার একাদশ শ্রেণীর ছাত্রী ৠত্বিকা মল্লিক। তার হাতে আঁকা ছবি তে মল্লিক বাড়িতে হয় দুর্গাপুজো। মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায় মল্লিক বাড়ির দুর্গাপুজো। রথযাত্রার দিন প্রতিমার কাঠামো পুজো দিয়ে শুরু হয়ে যায় প্রতীমা তৈরীর প্রস্তুতি। পাটকাঠি, পিচবোর্ড, রঙিন কাগজ, রঙতুলি সহ বিভিন্ন উপকরনের দিয়ে একা হাতে রাত জেগে চলে তৈরীর কাজ। এই পুজো নবম বর্ষে পদার্পন করেছে। এইবছর ৠত্বিকার হাতে তৈরি দূর্গা প্রতীমা থেকে চালচিত্র ফুটিয়ে তুলেছে বাঙালি সাবেকিয়ানা। প্রায় সাড়ে ছয়ফুট উচ্চতা চালচিত্রে রয়েছে উমা ও তার বাহন। তৃতীয় শ্রেণীতে পড়াশোনার সময় বাবার কাছ থেকে ছবি আঁকার হাতেখড়ি। প্রথমে কাগজের উপর মোম পেন্সিল দিয়ে বিভিন্ন দেবদেবীর ছবি এঁকে নিজেই মনের মন্ত্র উচ্চারণ করে পুজো শুরু।
পরবর্তী কালে সময়ের সাথে সাথে পাল্টেছে ছবি আঁকার চিন্তা ভাবনা। প্রথমে সরস্বতী প্রতিমা এঁকে নিজের স্কুলে পুজো করা শুরু। দুর্গা পুজোর পর লক্ষ্মী ও কালী প্রতিমা তৈরী করে ৠত্বিকা। পরবর্তী সময়ে ২০২১ সাল থেকে কাগজের পিচবোর্ডের উপর দুর্গার ছেলে মেয়ে ও তাদের বাহনদের ছবি এঁকে, রঙ করে, তাতে রঙিন শাড়ি পড়িয়ে এক কাঠামোয় তৈরী করেছে প্রতীমা। পুজোর চারদিন দুর্গাপুজোর নিয়ম মেনে ৠত্বিকা নিজেই করে পুজো। কলাবউ স্নান থেকে চন্ডিপাঠ সব নিজেই একা করে। শুধু ৠত্বিকার হাতে তৈরি দুর্গাপুজোতে হয় না হোমযজ্ঞ। তার তৈরী দূর্গা প্রতীমা দেখতে পুজোর দিনগুলোতে ভীড় জমায় আত্মীয় স্বজন থেকে বন্ধুবান্ধবরা। ছোটবেলা থেকে ৠত্বিকার প্রতীমা তৈরী থেকে পুজোপাঠ করার উৎসাহ জুগিয়েছে বাবা-মা সহ পাড়া’ প্রতিবেশীরা। সময়ের সাথে সাথে তার পুজো ও হাতের নৈপুণ্য শিল্পী সত্তার কারনে ৠত্বিকার নিজের তৈরি ইউটিউব চ্যানেলে এইবছর দেখা যাবে লাইভ পুজো।