এই মুহূর্তে জেলা

নবরূপে সাজতে চলেছে শ্রীরামপুরের টাউন হল।

সুদীপ দাস, ১০ অক্টোবর:- নতুন প্রশাসকপদে বসেই শ্রীরামপুর টাউনহলের নবরূপ দিতে উদ্যোগী গৌরমোহন দে। সম্প্রতি শ্রীরামপুরের পৌর-প্রশাসক পদে রদবদল হয়ে দ্বায়িত্ব গ্রহন করেছেন গৌরিমোহন দে। পুজোর আগেই গৌরবাবুর বড় ঘোষনা নতুন করে সেজে উঠবে শ্রীরামপুরের ভগ্নপ্রায় টাউনহল। বহু পুরাতন এই টাউনহল সংস্কারের দাবী দীর্ঘদিনের। শুধু শ্রীরামপুরবাসীই নয়, এই হলের সংস্কারের দাবী তুলেছেন শেওড়াফুলি, বৈদ্যবাটি, রিষড়া সহ কোন্নগরের বহু সংস্কৃতিপ্রেমী মানুষ।

শ্রীরামপুর পুরসভায় প্রশাসকের পদে বসেই সাধারনের সেই দাবী মিটাতে উদ্যোগী হয়েছেন গৌরমোহন দে। তিনি বলেন পুজোর পরেই কাজ শুরু হয়ে যাবে। সম্পূর্ন বাতানুকুল হবে এই সাংস্কৃতিক মঞ্চ। ঝাঁ চকচকে অত্যাধুনিক এই হলের দেপয়ালে থাকবে মনীষী ও শ্রীরামপুরের দ্রষ্টব্য স্থানগুলির তৈল চিত্র। শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়ের সহযোগীতায় এই হলে বাতানুকুল পদ্ধতি চালু হবে বলে গৌরমোহনবাবু জানান।