এই মুহূর্তে জেলা

করোনার জেরে মনসা প্রতিমার বিক্রি নেই, মাথায় হাত মৃৎশিল্পীদের ।

কোচবিহার,১৪ আগস্টঃ করোনা আবহে লকডাউন চলছে দীর্ঘদিন প্রায় ৫ মাস ধরে । আর এতে মানুষ কাজ কর্ম হারিয়ে বসে রয়েছে । কথায় আছে বাঙালিদের ১২ মাসে ১৩ পর্বন । আর সেই পর্বনে শ্রাবন মাসে হয় মনসা পূজা । আগামী সোমবার বাঙালির একটি উৎসব মনসা পূজা । প্রতিবছর প্রত্যেক বাড়িতেই ঘটা করে মনসা পূজা হয় । জানা গেছে , মাথাভাঙ্গা বাজারে মনসার প্রতিমা বিক্রির ভিড় জমে উঠে । এবছর করোনার জন্য আজকে মাথাভাঙ্গা বাজারে গিয়ে দেখা গেল মোটর ভ্যানে মনসা প্রতিমা অপেক্ষায় আছে । এখনো ক্রেতা মেলেনি ।

তাই প্রতিমা নির্মাণকারী ভ্যান থেকে প্রতিমা মাটিতে নামানোর ব্যবস্থা করতে পারেনি । দেখা যাক আগামী সোমবার মাঝে দুই দিন বাকি । এবিষয়ে এক মৃৎশিল্পী নির্মল পাল বলেন , প্রতিবছর প্রচুর মনসা মা প্রতিমা বিক্রি করি , এবার করোনার জন্য প্রতিমা কম অর্ডার হয়েছে। তাছাড়া বাজারে বিক্রি করার জন্য আনা হয়েছে মনসা প্রতিমা, কি যে হয় ভাবতে পারছি না। এই ব্যবসা করে সংসার চালাই । উপর ওয়ালা মনসার ইচ্ছায় এখন অপেক্ষায় আছি যদি মানুষে দয়া করে তবে একটু রেহাই পাব । পাশাপাশি কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় একই দৃশ্য দেখা দিয়েছে।