এই মুহূর্তে জেলা

সিপিএম ও বিজেপি ছেড়ে মন্ত্রী রবীন্দ্রনাথের হাত ধরে তৃণমূলে ২১৫টি পরিবার।

কোচবিহার, ২২ আগস্ট:- লকডাউনের শুরু থেকেই নিজের বিধানসভা এলাকায় কেউ যাতে অভুক্ত না থাকে, তার জন্য ছুটে বেড়িয়েছিলেন। আজও খাদ্য সামগ্রী নিয়ে মাঝে মধ্যেই ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকায়। এখন তার সুফল পাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা নাটাবাড়ির বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। এদিন নাটাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএম ও বিজেপি ছেড়ে ২১৫ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। তাঁদের হাতে পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী নিজেই। এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই চন্দন সিংহ নামে এক যুবক বলেন, “আমরা বিভিন্ন ধর্মের মানুষ এতদিন ধরে এক সাথেই ছিলাম। কিন্তু এখন একটা সাম্প্রদায়িক বিদ্বেষের পরিবেশ তৈরি হয়েছে।

পাশাপাশি রবীন্দ্রনাথ বাবুকে দেখেছি গোটা লকডাউন প্রিয়ডে এলাকায় এলাকায় ঘুরে উপার্জন হারানো মানুষ গুলোর পাশে দাঁড়াতে। যা অন্য কোন দলের কাউকে এভাবে দেখা যায় নি। তাই তৃণমূল কংগ্রেসেই যোগদান করলাম।” রবীন্দ্রনাথ বাবু বলেন, “গত লোকসভা নির্বাচনের ভুল আর কেউ করবে না। রাজ্যে যে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে নিয়ে চলছেন। সকলের উন্নয়নের কথা ভাবছেন, সেই কারনেই আবার তৃণমূলেই ফিরতে শুরু করেছেন মানুষ। যাতে আগামী ২০২১ সালের নির্বাচনে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হয়।”তবে এনিয়ে বিজেপির তরফে কোন বক্তব্য পাওয়া যায় নি।