সুদীপ দাস, ১০ অক্টোবর:- আমরা দশপ্রহরীনির দশ হাত দেখেছিলাম, উনি বিশ হাতের মালিক; মুখ্যমন্ত্রীর রাজ্য জুড়ে পুজো উদ্বোধন প্রসঙ্গে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের! এদিন হুগলীর শ্রীরামপুরে প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে প্রদর্শনীর উদ্বোধনে এসে এ কথা বললেন দিলীপবাবু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজ্য জুড়ে সব পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী করছেন।
পুজো উদ্বোধন করার অধিকার বিরোধীদের নেই। আর ওনার দলের অন্যদেরও নেই। উনি গান করছেন, গায়কদের গান শেখাচ্ছেন, ছবি আঁকছেন সব উনি করছেন। আসলে এটা স্বৈরতন্ত্র! রাজ্যে একটা স্বৈরতন্ত্র চলছে। পাশাপাশি কোলকাতার আরজি কর হাসপাতালের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন সমগ্র রাজ্যে বিক্ষোভ চলছে। সমস্ত সরকারি অফিসে ম্যানেজমেন্ট ব্যার্থ। অন্যদিকে পুজোর আনন্দে গা ফাঁসানোর পক্ষেই মত প্রকাশ করেন দিলীপবাবু। তবে তবে বিধি মেনে চলার উপদেশ দেন তিনি।