এই মুহূর্তে জেলা

অসুস্থ মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক ছাত্রী।

হুগলি, ১৫ ফেব্রুয়ারি:- পরীক্ষা দিতে বসে অসহ্য পেটে যন্ত্রণা শুরু হওয়ায় মাদ্রাসা বোর্ডের এক মাধ্যমিক অর্থাৎ আলিম পরীক্ষার্থীকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হল। আপাতত প্রাথমিক চিকিৎসার পর সেখানেই পরীক্ষা দিতে শুরু করেছে ভদ্রেশ্বর অ্যাঙ্গাসের বাসিন্দা আফসানা খাতুন।

হাসপাতাল সূত্রে খবর, বছর সতেরোর আফসানা অ্যাঙ্গাস হাই মাদ্রাসার ছাত্রী। শনিবার তৃতীয় দিনে তার ইংরেজি পরীক্ষা ছিল। আসন পড়েছিল বাঁশবেবেড়িয়া হাই মাদ্রাসায়। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়েছিল। শুরুতেই পেট ব্যাথায় কাতরাতে থাকে সে। তড়িঘড়ি ওই মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়।