পূর্ব বর্ধমান , ৯ এপ্রিল:-বৃহস্পতিবার মন্তেশ্বরের বামুনপাড়ায় দলীয় প্রার্থীর সমর্থনে মিটিং সেরে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত চার জন। ঘটনা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মন্তেশ্বর থানায়। অভিযোগের ভিত্তিতে পাঁচ জনকে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃতরা হইলআমির শেখ ,মুস্তাকিন শেখ, সেলিম মল্লিক, শফিকুল মল্লিক, সলমন শেখ, ধৃতদের সকলের বাড়ি পুটশুড়ী অঞ্চলের মজাহার নগর গ্রামে।পুলিশ সূত্রে জানা গেছে, মন্তেশ্বরে বামুনপাড়া গতকাল বিকালে(বৃহস্পতিবার)দলীয় প্রচারে আসেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী গোবর্ধন দাস।
বামুনপাড়া অঞ্চলের কষা গ্রামের এক দল বিজেপি সমর্থক বামুনপাড়া সভায় যায়। কষা গ্রামের বুথ সভাপতি বাবু সরকার জানান, সন্ধ্যে নাগাদ বিজেপি সমর্থকদের নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে কষা গ্রামে ফেরার পথে মোজাহার নগরের কাছে কিছু দুষ্কৃতী আমাদের ট্রাক্টর আটকে ইট লাঠি দিয়ে আঘাত করে। বিজেপি কর্মী দোদন বাগ এর মাথা ফেটে যায়। ঘটনায় ৪ জন আহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। ধৃতদের আজ কালনা মহকুমা আদালতে পাঠানো হয়।(মন্তেশ্বর থানার মধ্যে বামুন্ পাড়া অঞ্চল, পুটশুড়ী অঞ্চল, মামুদপুর দু’নম্বর অঞ্চল এই তিনটে অঞ্চল পূর্বস্থলী উত্তর বিধানসভা মধ্যে পড়ে)আহত বিজেপি কর্মীরা দোদন বাগ, বাবু,সরকার, আমাদের কি জানালেন দেখুন।