খানাকুল, ৬ অক্টোবর:- খানাকুলের জয়রামপুরে ত্রান দিতে এসে বিক্ষোভের মুখে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ।এদিন এই বিক্ষোভ দেখায় এলাকার তৃনমুল কর্মীরা। বানভাসি দুর্গতদের ত্রাণসামগ্রী দিতে গিয়ে এলাকার তৃনমুল কর্মীদের কাছে ব্যাপক ক্ষোভের মুখে পড়েন তিনি। ত্রাণ দিতে যাওয়ার সময়ে তাঁকে হেনস্থাও করা হয়েছে বলে অভিযোগ ওঠে। চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ। জানা গেছে, এদিন ত্রাণ নিয়ে খানাকুলের জয়রামপুর এলাকায় বিতরণ করার জন্য বিধায়ক সুশান্ত ঘোষ পৌঁছে যান। লাইন দিয়ে ত্রাণ বন্টন চলাকালীন তৃনমুলের কর্মীরা শ্লোগান দিতে দিতে ঘটনাস্থলে পৌঁছাতেই উত্তেজনা ছড়ায়। গো ব্যাক বিধায়ক বলে শ্লোগান দেন।
স্থানীয় তৃনমুল কর্মীদের দাবী, খানাকুলে দুই বার বন্যা হয়েছে। বিধায়কের দেখা পাওয়া যায়নি।তিনি ত্রাণ না নিয়ে এসে,খালি হাতে এসেছেন। আর যে ত্রাণ উনি দিচ্ছেন তা মুষ্টিমেয় লোককে দিচ্ছেন। সবাইকে ত্রান দিতে হবে। অপরদিকে খানাকুলের তৃনমুল নেতা মুন্সি নজিবুল করিম জানান, তৃনমুল কর্মী বিক্ষোভ দেখায় না। সর্বৈব্য মিথ্যা কথা। উনি খানাকুলের বিধায়ক মানে সবার বিধায়ক। কিন্তু এদিন মুষ্টিমেয় বিজেপির লোক ত্রাণ দিচ্ছেন। এটা ঠিক নয়। এমনিতে তো বন্যা দুর্গত মানুষের পাশে দেখা যায় না। তাই এদিন এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ দেখায়। অন্যদিকে খানাকুলের বিজেপি বিধায়ক জানান, তৃনমুলের নোংড়া রাজনীতি করা অভ্যাস। বিধায়ক কোটা থেকে সকলকে ত্রান বিলি করা হচ্ছে। সরকারি ত্রান তো আমি পাচ্ছি নাম। যতটা আমার সামর্থ্য আমি করছি।সবমিলিয়ে এদিন খানাকুল বিধায়ক ত্রান দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ায় এখনও চাপা রাজনৈতিক উত্তেজনা রয়েছে এলাকায়।