হাওড়া, ৩ মার্চ:- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়ে আটকে থাকা হাওড়ার ইছাপুরের শিয়ালডাঙা এলাকার বাসিন্দা দেবারতি দাসের বাড়িতে এসে পরিবারের পাশে থাকার কথা জানিয়ে গেলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। বৃহস্পতিবার বিকেলে দেবারতির পরিবারের সঙ্গেও মন্ত্রী এই নিয়ে কথা বলেন। নবান্নে ফোন করেও বিস্তারিত জানান মন্ত্রী। দেবারতিকে ফেরানোর ব্যাপারে রাজ্য সরকার সমস্ত রকমের পদক্ষেপ করছে বলেও মন্ত্রী জানান। এদিন মন্ত্রী অরূপ রায় জানান, ওনারা আগেই দিল্লিতে ডিটেলস পাঠিয়ে দিয়েছেন। তিনি সিএম অফিসে ফোন করে ডিটেলস পাঠিয়ে দিয়েছেন বর্তমান পরিস্থিতিতে জীবনটাই জরুরি। যত দ্রুত সম্ভব ফিরে আসুক। পরিস্থিতি স্বাভাবিক হলে কিভাবে তখন পড়াশোনা শুরু করতে পারে এই নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে।
পরিস্থিতি স্বাভাবিক হলে সেখানে ফিরে গিয়ে কোর্স শেষ করতে পারবে। ঠিক করেছিল ফাইনাল পরীক্ষা দিয়ে সে দেশে ফিরে আসবে। তারপর আবার যাবে। তিনি জানিয়েছেন, আধুনিক সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব। সেখানে এই ধরনের বর্বরোচিত কান্ড কারোরই কাম্য নয়। এটা বন্ধ হওয়া উচিত। তিনি আরও জানিয়েছেন, দিল্লি থেকে রাজ্য সরকার অনেক ছাত্র ছাত্রীদের ফিরিয়ে এনেছে। মমতা বন্দোপাধ্যায় যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তখন কেউ বিপদে পড়বে না। দেবারতির বাবা নন্দলাল দাস জানান, মেয়ের সঙ্গে ১ ঘন্টা আগে কথা হয়েছে সে এখন পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ মন্ত্রী অরূপ রায় বাড়িতে এসেছিলেন। তিনি আমাদের জানিয়েছেন মেয়ে ভালোভাবে ফিরে আসুক তার ব্যবস্থা রাজ্য সরকার করছে। যাতে মেয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে সে ব্যাপারে যতটা সম্ভব তারা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আর কোনও সমস্যা হলে জানাতে বলেছেন। মন্ত্রী আশ্বাস দিয়েছেন।