এই মুহূর্তে জেলা

বেসরকারিকরণের প্রতিবাদে গঙ্গায় তর্পণ।

হাওড়া, ৬ অক্টোবর:- শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের প্রতিবাদে এবং ৬০ বছর অবধি চাকুরী স্থায়ীকরণের দাবীতে অভিনব প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের সদস্যরা। বুধবার এনএসকিউএফ শিক্ষক, শিক্ষিকা ও ল্যাব কর্মীবৃন্দ হাওড়া চাঁদমারি ঘাটে গঙ্গায় নেমে তর্পণ করে বেসরকারীকরনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। পশ্চিমবঙ্গ এনএসকিউএফ শিক্ষক পরিবারের পক্ষ থেকে রাজ্য সম্পাদক শুভদীপ ভৌমিক বলেন, “বেসরকারিকরণের বিরুদ্ধে রাজ্য সরকার যে কাজ করছে আমরা এক ধাপ এগিয়ে দিচ্ছি। সেই জন্যই আমাদের এই তর্পণ। বেসরকারিকরণ উঠে যেতে চলেছে। সরকারি বিদ্যালয়গুলিকে সরকার বাঁচাতে সচেষ্ট হয়েছে”। তিনি জানিয়েছেন, এখানে অসুররূপী বেসরকারীকরণ কারোই মর্তে আগমন নেই। মাতৃরূপই শ্রেষ্ঠ কথা। তাঁরা বার্তা দিতে চেয়েছেন, অসুররূপী বেসরকারিকরণ বন্ধ করতে এবং সরকারি সংস্থাকে বাঁচাতে সকলকেই এগিয়ে আসতে হবে।